বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী টি বের হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রর্বাট কমল সরকার, বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারি মোঃ ফেরদৌস খাঁন প্রমুখ। আলোচনা সভা শেষে ৩৩ জন যুবক-যুবতীদের মাঝে ১৫ লাখ ৩০ হাজার টাকার চেক রিতরণ, ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন।