শামীম তালুকদার, নেত্রকোণা ‘বন্ধু ফাউন্ডেশন’ প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহাএকদিন পর ১০ম বন্ধু মেলার আয়োজন করে।গত ১৯ জুন ২০২৪ খ্রী: রোজ : বুধবার বিকাল ৪ ঘটিকায় নেত্রকোণা স্টেডিয়াম চত্বরে বন্ধুদের উপস্হিতিতে এ মেলা প্রাণবন্ত হয়ে উঠে। উল্লেখ্য যে,সমাজসেবা অধিদপ্তর কতৃক নিবন্ধনকৃত (রেজি: নং -নেত্র: ০৭৪৮) ফাউন্ডেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে ও সেবামূলক সমাজকর্ম করে যাচ্ছে। এ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। গত ১৯ জুন অধিকাংশ বন্ধুর উপস্হিতিতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।প্রয়াত ১৮ জন বন্ধুর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সাধারণ সম্পাদক নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র। আরো বক্তব্য রাখেন বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য গাজী মোজাম্মেল হোসেন টুকু, ব্যাংক কর্মকর্তা হাবীবুর রহমান,উজ্জ্বল সাহা প্রমুখ। উল্লেখ্য সংগঠনটির প্রধান উপদেষ্টা সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।এছাড়াও দুর্গাপুর – কলমাকান্দা আসনের বর্তমান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সভাপতি হিসেবে দায়িত্বরত এডভোকেট শাহের খান পাঠান। সাংস্কৃতিক সন্ধ্যা,রাতের খাবার ও বন্ধুদের উপহার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় বন্ধু মেলা।