নিজস্ব প্রতিবেদক ঃ ‘বাংলাদেশ প্রেস ক্লাব ‘আটপাড়া শাখার উদ্যোগে নেত্রকোণার আটপাড়ায় এক প্রবাসীর অর্থায়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব আটপাড়া শাখার উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে সোমবার (১৯ জুন) বিকেলে আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের মাঝিপাড়া ও লুনেশ্বর দেওগাঁও গোবিন্দপুর এলাকায় ৬০ টি পরিবারকে শুকনো খাবার দেয়া হয়। গ্রামের পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া,গুড়,বিস্কুট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের নেত্রকোণা জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সাংবাদিক শামসুদ্দোহা ফরিদ, বাংলাদেশ প্রেস ক্লাব, আটপাড়া শাখার আহ্বায়ক তানজিলা আক্তার রুবী, সাধারণ সম্পাদক সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,সাংবাদিক শংকর সরকার ও লুনেশ্বর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সিজার খান প্রমুখ।