রাশেদুল ইসলাম – নোয়াখালী-প্রতিনিধি- ঘুমন্ত এক শ্রুতিময় গহীন কে করিয়ে আলো। জ্বালো জ্বালো, বিটপের ঘ্রাণে সৌরভিত করিয়ে তোল। জ্বালো জ্বালো, যেথায় অন্যায়, যেথায় ভয় জ্বালো সেথায় অগ্নি অনল পাবকের ধুয়ো কালো। হাসি পাই তোমার? দর্শন করিয়া বোনের রক্তের ঘ্রাণ? আহা! কতনা করল সেই তোমায় আদর, তাহার বিপদে থাকো তুমি খুশিতে বিভোর? তাই জ্বালো জ্বালো, হুঁশিয়ারি হুংকার তোল তোল থাকো যদি তুমি হয়ে নিরব, একদিন হারাবে তুমি সব। শত্রুর লৌহ কপাট ভাঙ্গিয়ে তুমি বীর, তাই প্রদীপ দিয়ে, রঙিন করো তোমার হৃদয়ের গভীর।