নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ
কুৃষ্টিয়া ভেড়ামারা মেয়রের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
ভেড়ামারা পুরো শহর থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। যেকোনো প্রকার অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ড দ্রুত সময়ে রুখতে ভেড়ামারা থানায় সংযোজিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।
এ বিষয়ে পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, ভেড়ামারা পৌরসভার অর্থায়নে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থানে ১শত ২৮টির ও অধিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আজ সোমবার ১৬ টি সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে কাজ শুরু হয়েছে। এবং মনিটর ভেড়ামারা থানায় বসানো হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানিয়েছেন, এই সিসি ক্যামেরা স্থাপনে নাগরিকদের জান ও মালের যেমন নিরাপত্তা নিশ্চিত হবে অপরদিকে অপরাধীরা অপরাধ করলে দ্রুত এর মাধ্যমে চিহ্নিত করাসহ আইনের আওতায় আনা সম্ভব হবে।