জাহিদ হাসানঃ সমাজ সেবার নামে বহুদিন ধরে ভণ্ডামি করে আসছেন উদ্ভাবক মিজান। বহু প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় মিজানের দুর্নীতি নিয়ে নিউজ হলেও তিনি সমাজসেবা ব্যবসা ঠিকিই চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবিবার ৫০ জনকে সহায়তা করে, সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ৫০০ জন দেখিয়ে নিউজ করিয়েছেন তিনি। এদিন মিজানের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা। এবিষয়ে তার সাথে কথা বললে তিনি জানান, আমি অনুষ্ঠানে যেয়ে মিজানকে জিঙ্গেস করি কতজনকে সহায়তা দেবেন, তিনি বলেন ৫০/৬০ জনকে দেবো। পরে আমি ৪জনকে ঐ সহায়তা প্যাকেট দিয়ে চলে আসি। পরে কি হয়েছে আমি বলতে পারবোনা। এবিষয়ে ঐ সকল সাংবাদিকদের সাথে কথা বললে, তারা বলেন- মিজান আমাদের যে তথ্য দিয়েছে আমরা সেই তথ্য মত নিউজ করেছি। সে কি করেছে সেটা তার ব্যাপার। নাম প্রকাশে অনিচ্ছুক নাভারণের এক ব্যাক্তি বলেন, সিলেটের মরহুম হাজী মনোহর আলী মাস্টারের ‘পাখি বাড়ি’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৫০০ অসহায় মানুষকে সহায়তা করার জন্য তার কাছে অর্থ প্রেরণ করে কিন্তু এই মার্ডার মামলার আসামি ভন্ড সমাজ সেবক ৫০ জনকে সহায়তা দিয়ে ৫০০ জন দেখিয়ে বাদবাকি অর্থ গায়েব করে দিতে চেয়েছিলো। এবিষয়ে মিজানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা যারা নিউজ করেছে, আপনি তাদের সাথে কথা বলেন,, বলে ফোনের লাইনটা কেটে দেন।