নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী মেডিকেল কলেজ এর জন্য অনুমোদিত যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিলো, নীলফামারী সদরের (নটখানা) নামক স্থানটিতে, মেডিকেল কলেজ এর পেছন গেট সংলগ্ন একটি রাস্তা এটি — রাস্তাটা মেডিকেল কলেজ এর পেছন গেট(অনুমোদিত) থেকে টুপামারি বাজার কে সংযুক্ত করে, ২০১৯ সালের শেষের দিকে রাস্তাটিকে এক লেনে পাকা করার কাজ শুরু হয় কিন্তু শুধুমাত্র ইট বিছানোর পরেই কাজ বন্ধ রাখা হয়। একটি দের কিলোমিটারের রাস্তা ৩ বছর ধরে এভাবে পরে আছে, কিন্তু এলাকাবাসীদের দাবি যেন তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু হয়।