কলমে সাংবাদিক আব্দুস সামাদ
হে মানুষ
নেই বুঝি তোর হুষ।
হে মানুষ হে মানুষ
কতো মানুষ রাত্রি কাটায়
অনাহারে পথে ঘাটে।
একনো আছে অনেক
গরিব অসহায় পথে ঘাটে।
কেউবা থাকে রাজ প্রসাদে
কেউবা ফুটপাথে
এখানো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে।
একনো কেউ রাত্রি কাটায় হাসপাতালে
কেউবা খোদার দেওয়া অক্সিজেনে?
সময় থাকতে করব মোরা আল্লাহ তায়ালার জয় গানে।