হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন ও বাহুবল থানাধীন পুটিজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্র এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। আজ সোমবার (১৪ ফ্রেব্রুয়ারী) শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবনের উদ্বোধন সংক্রান্ত কাজের অগ্রগতি ও বাহুবল থানাধীন পুটিজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। সম্মানিত ডিআইজি মহোদয়ের আগমণ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানায় ও গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয় সহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল প্রমুখ।