শামীম তালুকদার, নেত্রকোণা সেরা অনলাইন পারফর্মার নেত্রকোণার মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাখাওায়াত হোসেন শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা সদর উপজেলার মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক পোর্টাল শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন।জানা যায়, প্রধানমণ্ত্রীর দপ্তর কতৃর্ক পরিচালিত এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষক বিভাগের ওয়েব পোর্টাল ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম শিক্ষক বাতায়ন, যেখানে প্রায় ছয় লক্ষের অধিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা ও অনলাইন ক্লাস করে আসছেন।তাদের মধ্যে থেকে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ২০২২ সালের ২রা জুলাই সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন।এর আগে গত বছরের ২২ জুলাই নেত্রকোণা জেলার আইসিটি জেলা অ্যাম্বাসেডর এর স্বীকৃতি পান তিনি।করোনা কালীন সময়ে তিনি ডিজিটাল কনটেন্ট নির্মাণ ও মুক্তপাঠে আইসিটির প্রশিক্ষণ সহ মোট ৬৫ টি কোর্স সুসম্পুন্ন করেন। করোনার মহা মারি সময়ে শিক্ষা ব্যবস্থাকেএগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে ক্লাস পরিচালনা করেছিলেন।মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান,তার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হয়েছে।শিক্ষক বাতায়নে তিনি অনেক দিন ধরে কাজ করে আসছে।তার স্বীকৃতি হিসেবে ২ রা জুলাই সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন।তিনি আরো জানান ডিজিটাল বাংলাদেশ গড়তে আমিও অংশীদার হতে চাই।