রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলা বাজারস্থ এল.কে.সিদ্দিকী স্কয়ারে শুক্রবার সকাল ৯ টায় মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক একটি যুব কর্মশালার আয়োজন করা হয়। “নলেজ শেয়ারিং সেশন” মোবাইল এপস ডেভেলাপিং এর উপর বিডি এপস এর সহযোগীতায় এবং বিএসএ গ্রুপের পৃষ্ঠপোষকতায় কর্মশালাটি আয়োজিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান, সীতাকুণ্ড গার্লস কলেজের অধ্যক্ষ লেঃ দিদারুল আলম, কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ এর অধ্যক্ষ নাসির উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ এর অতিরিক্ত ডিআইজি মোসলেম উদ্দিন, সীতাকুণ্ড ডায়বেটিক হাসপাতাল এর নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী এবং সহযোগী প্রতিষ্ঠান সমূহ। কর্মশালাটি পরিচালনা করেন বিডিএপস এর কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ আরিফ হাসান এবং ডেভেলপার সাপোর্ট অফিসার মীর রিয়াজ উদ্দিন।
বিডিঅ্যাপস, রবি আজিয়াটা লিমিটেডের একটি উদ্যোগ যেটি আইসিটি বিভাগ কর্তৃক বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর হিসেবে স্বীকৃত হয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। প্লাটফর্মটিতে বর্তমানে ৩০,০০০ ডেভেলপার রয়েছে যারা তৈরি করেছে ৫০,০০০ এর বেশী অ্যাপ্লিকেশন।
মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য হলো বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে একটি কর্মক্ষম যুবসমাজ তৈরী করা। সেই ধারাবাহিকতায় যুবসমাজকে তথ্য-প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়।