মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সীতাকুণ্ডে অপরিচ্ছন্ন ৪ খাবার হোটেলকে জরিমানা

Reporter Name / ১২৬৬ Time View
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১২:৫১ অপরাহ্ণ

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃচট্রগ্রাম সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি খাবার হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন শনিবার সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত পৌরসদরে এই অভিযান চালান।
অভিযানে অপরিচ্ছন্ন রান্নাঘর ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাত হোসেন জানায়, খাবার হোটেলে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য পৌর সদরের কয়েকটি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও নোংরা পরিবেশের জন্য আল-আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, সৌদিয়া হোটেলকে ৫ হাজার, রাজবাড়ী রেস্তোরাকে ৫ হাজার ও কলেজ রোডের ভাই-ভাই হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহাদাত হোসেন আরো বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবার হোটেল গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হোটেলগুলোতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই ধরণের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST