নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে ২০২৩ সালের মে মাস থেকে চারা রোপনের অংশ হিসেবে গ্রামীন ব্যাংক সাভার এরিয়ার শোভাপুর সাভার শাখায় প্রতিদিন চারা বিতরণ অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ব্যাংক কার্যালয়ে সদস্যদের মাঝে ৩ হাজর ৫ শত ফলদ ও ৩ হাজার ৫ শ বনজ মোট ৭ হাজার চারা গাছ সদস্যদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রৌফ মোল্লা প্রোগ্রাম অফিসার গোবিন্দ চন্দ্র সুত্র ধর, শাখা ব্যবস্থাপক এস এম আক্তারুজ্জামান, মানিকগঞ্জ জোনের জোন সভাপতি লিমা ইয়াসমিন সহ অত্র শাখার সহকর্মী বৃন্দ। ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা মূলক কাজের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করে দীর্ঘ দিন যাবত চলছে গ্রামীন ব্যাংকের এই ব্যতিক্রমী কার্যক্রম। সবুজ বৃক্ষরোপণ ও শাক সবজি বীজ এবং চারা বিতরণের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বে রোল মডেল হিসাবে গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠানকে সবুজ গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল মহলের নিকট উদাত্ত আহ্বান জানান বক্তারা।