বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক টুইট বার্তায় দেশটির স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) ওবামা নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা জানান।
ওবামা বলেন, ‘আমার গলা খুসখুস করছে গত দুই দিন ধরে। তবে আমার শরীর ঠিক আছে।’
সিএনএন জানায়, গলা খুসখুস এবং হালকা ঠান্ডা থাকায় করোনা পরীক্ষা করান বারাক ওবামা। পরে পরীক্ষার ফল পজিটিভি আসে। বারাক ওবামার করোনা পজিটিভ হওয়ার পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামারও করোনা পরীক্ষা করানো হয়। তবে মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
উল্লেখ্য, বারাক এবং মিশেল- দুজনেরই করোনাভাইরাসের টিকা নেওয়া ছিলো। এমনকি কিছুদিন আগে বুস্টার টিকাও নিয়েছিলেন দুজনেই। তবে করোনা আক্রান্ত হলেও ওবামা টুইটারে জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী কৃতজ্ঞ যে, তাদের আগেই বুস্টার টিকাও নেওয়া হয়েছিল।