যশোরের চৌগাছায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে চৌগাছা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে চৌগাছা শহরের অস্থায়ী প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন গ্রহণ শেষে গিফট প্রদানের মধ্য দিয়ে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইরুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থেকে প্রকাশিত সাপ্তাহিক সারসা বার্তা’র সম্পাদক কবি, সাহিত্যিক আব্দুস সালাম গফফার, বিশেষ অতিথি মোঃ শাহারুল আলম উজ্জল,সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব চৌগাছা।
অনুষ্ঠানে সাপ্তাহিক চৌগাছা পত্রিকার সম্পাদক-প্রকাশক খাজা ফজিল আইজ উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাপ্তাহিক সারসা বার্তার সম্পাদক-প্রকাশক আব্দুস সালাম গফফার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, লেখক কলামিস্ট উজ্জ্বল হোসেন, হুমায়ূন কবির, সারসা বার্তা পত্রিকার প্রধান সম্পাদক ফিরোজ মেহেদী, শিক্ষক জহিরুল ইসলাম, সারসা বার্তা’র স্টাফ রিপোর্টার সোহেল রানা, কামরুল ইসলাম, রেজাউল ইসলাম, কবি সাংবাদিক তৌহি্দুর রহমান, ইলিয়াস হোসেন, খালিদুর রহমান প্রমুখ।