হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ১শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহাদাত হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক শাহাদাত উপজেলার করমুডাঙা পন্তাপাড়া গ্রামের সইবুর রহমানের ছেলে বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, রবিবার দিবাগত রাতে থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এসময় করমুডাঙা এলাকা হতে ১১০ পিস ইয়াবা সহ মাদক কারবারি শাহাদাতকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতেই আটককৃত শাহাদাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরদিন সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। অপরদিকে ওয়ারেন্টভুক্ত একজন আসামীকেও আটক করেছে থানা পুলিশ।