সাইদুর রহমান আকাশঃ তালার ডাঙ্গানলতা এলাকায় গভীর রাতে মটর ভ্যান চুরি করার সময় রফিকুল ইসলাম(৪৭) নামক এক চোর জনতার হাতে আটক হওয়া খবর পাওয়া গিয়েছে।ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম গ্রামের মৃত.কওছার শেখের ছেলে । শনিবার(২৭ শে আগস্ট) রাত আনুমানিক ১২ টার দিকে তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামে হতে মটর ভ্যান চুরি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করেন। পরে ঘটনা স্থলে পুলিশ হাজির হয়ে আটককৃত চোরকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।তার বিরুদ্ধে তালা থানায় চুরি মামলা যার নং-২ জি আর-১৩২ তারিখ-২৮.০৮.২২ রুজু করা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আটককৃত চোরের বিরুদ্ধে মামলা রুজুর অন্তে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।