হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো বনভোজন। চট্টগ্রামের সন্দ্বীপপ্রবাসীদের এ মিলনমেলায় অংশ নেন সব শ্রেণি ও পেশার মানুষ। গত ৩ জুলাই বার্ষিক এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। বনভোজনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল আকর্ষনীয় পুরস্কারের র্যাফেল ড্র। খাওয়া দাওয়া বা আনন্দ-কোনটিরই কমতি ছিল না।খবর বাপসনিউজ। এই আয়োজনের প্রধান সমন্বয়কারি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা কাদের মিয়া। আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া এবং জহিরুল ইসলাম ইরানসহ অন্য সকলের কর্মনিষ্ঠায় গোটা আয়োজনটি পরিপূর্ণতা পায়। সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন মাস্টার অতিথিগণকে স্বাগত জানান। বনভোজনের জন্যে গঠিত সাব কমিটির যুগ্ম আহবায়ক সিরাজুল মাওলা, জগলু হায়াত খান এবং ইব্রাহিম খলিল, যুগ্ম সদস্য-সচিব এটিএম রানাকে সকল আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।