আগষ্ট এলেই শোকের ছায়াবড়োই দুঃখের মাস,
মনে পড়তেই বুকের মাঝে
যেন রুদ্ধ শ্বাস।
কুচক্রী সব ঘাতকের দল
করল একি প্লান,
১৫ই আগষ্ট ঘটল একি
মুখ যে সবার ম্লান।
দেশের নেতা শেখ মুজিবুর
বোঝেনি ঐ ছল,
বিশ্বাস ঘাতক কুচক্রীরা
বেঁধেছিল দল।
রক্তের বন্যা বয়ে গেল
শোকের নেই কো শেষ,
চিৎকারে আর কান্নার রোলে
কম্পিত যে দেশ।
শত বাঁধা বিপদ ঠেলে
রাখল দেশের মান,
সর্বনাশী শয়তানেরা
তাই তো নিল প্রাণ।
তাই-তো বলি শোকের আগষ্ট
শোক যে পালন তাই,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
তোমায় ভুলি নাই।।
চম্পা মৃধা
দোহার, ঢাকা
বাংলাদেশ