নূর মোহাম্মদ শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ-১৪২৯ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, ওসি (তদন্ত) আবুল হাসিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এম.এ মতিন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে পরিষদ চত্বরে শোভাযাত্রা, হাড়ি ভাঙ্গা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অফিসার্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন দফতরের কর্মকর্তারা বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অন্যান্যরাও বাঙালী ঐতিহ্য নিয়ে এতে অংশগ্রহণ করে। এছাড়াও পৌর শহর সংলগ্ন শশ্মানঘাটির সামনে ৩দিন ব্যাপী গ্রামিণ মেলার উদ্বোধন করা হয়।