হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ”করোনা কথা” ও “জন্ম থেকে জ্বলছি “ বইয়ের প্রকাশনা উৎসব ৫ জুন রবিবার ২০২২,বিকাল ৫চায় নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস এর জুইস সেন্টারে অনুষ্টিত হবে । ঢাকা বই মেলায় ২০২১ ও ২০২২-এ প্রকাশিত লেখক ও সাংবাদিক শিতাংশু গুহ”র দুটি বই “করোনা কথা” ও “জন্ম থেকে জ্বলছি “ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি থাকবেন একুশের পদক বিজয়ী লেখক ও মুক্তিযোদ্ধা ড,নুরুন নবী । সভাপতিত্ব করবেন লেখক ও বুদ্ধিজীবী বেলাল বেগ।উপস্হাপনা করবেন কবি ফকির ইলিয়াস । খবর বাপসনিউজ। বই দুটি নিয়ে আলোচনা এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপচার্য ড.দুর্গাদাস ভট্যাচারজ্য,অধ্যাপক ড.সব্যসাচী ঘোষ দস্তিদার ,সৈয়দ মোহম্মদউললাহ,এম ফজলুর রহমান,লেখক ডাঃসুভাস সিকদার,নিনি ওয়াহেদ,রতন তালুকদার,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,নরেন্দু দত্ত ,ইব্রাহিম চৌধুরী,ঊওম সাহা,মিঠুন আহমেদ,ড.দ্বীজেন ভট্যাতার্য ,এবিএম সালাউদ্দীন আহমদ ,মাহফুজুর রহমান,শাহ জে চৌধুরী,তোফাজ্জল লিটন এবং আরো অনেকে । আয়োজক বৃন্দের পক্ষ্য থেকে উক্ত অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে ।