কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন ভুঁইয়াসহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ সূধীজন উপস্থিত ছিলেন।