মঈনুল ইসলাম মিন্টু স্টাফ রিপোর্টার। নড়াইল লোহাগড়া পৌরসভা এলাকায় গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়া এক গৃহবধূ স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত 18 এপ্রিল সকালে গৃহবধূ নুসরাত জাহান( 20)এর কাছে যৌতুকের টাকা দাবি করে। স্বামী ওই গ্রামের ছেলে ইয়ামিন (25) ইসরাত জাহান কে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলা হয়। এসময় নুসরাত টাকা দিতে অস্বীকার করলে স্বামী ইয়ামিন ও তার মা সাবানা বেগম তাকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে নুসরাত জাহান জ্ঞান হারিয়ে ফেলে তখন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও তার নার্গিস বেগম এর সাথে কথায় তিনি সাংবাদিকদের বলেন বিবাহের পর থেকে প্রতিনিয়ত ইয়ামিন ও তার পরিবার আমার মেয়েকে টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে। ও বিভিন্ন সময়ে আমার মেয়েকে ভারতে পাচার করবে বলে হুমকি দিয়েছে। বর্তমানে আমার মেয়ে তিন মাসের গর্ভবতী তাঁর শারীরিক অবস্থা ভালো না সে শরীরের যন্ত্রণায় হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমনকি সে বাকরুদ্ধ হয়ে গেছে কথা বলতে পারছে না আরো জানা যায় নুসরাত জাহান মাগুরা জেলার পশু হাসপাতাল পাড়া আবু বক্কর সিদ্দিকীর মেয়ে চার মাস আগে পারিবারিক ভাবে তাদের বিবাহ হয়। বিবাহের সময় নুসরাতের পরিবার ইয়ামিন কে 2 লক্ষ নগদ টাকা ও 50 হাজার টাকার স্বর্ণ দিয়েছিল। এ বিষয়ে লোহাগাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে