মোঃমিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি তে রোজার প্রথম দিনেই কাচা বাজারে আগুন চরা দাম লক্ষ্য করা গেছে।
বিক্রেতাদের সাথে দর কষাকষির কোনো সুযোগ নেই। সব কিছু এক দামে বিক্রি হচ্ছে। উপজেলা শহরের বাজার ঘুরে দেখা যায়, ঢেড়শ প্রতি কেজি সর্বোচ্চ ৮০-৭০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, করল্লা প্রতি কেজি ৬০ টাকা,রসুন প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ২৫-৩০ টাকা, লেবু প্রতি হালি ৩০ টাকা। এছাড়া মাছ ও মাংসের বাজার ও চড়া,গরুর মাংসের প্রতি কেজি ৫৯০,খাসির মাংস ৮০০ টাকা,ব্রয়লার মুরগী প্রতি কেজি ১৪০ টাকা, পাকিস্তানি জাতের ২৮০ টাকা কেজি।
মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জীবন দূর্বিষহ হয়ে গেছে অস্থিতিশীল বাজার পরিস্থিতির কারণে। তাদের দাবি উপজেলা প্রশাসনের নিয়মিত নজর দ্বারির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় অস্বাভাবিক মুল্য যেন নিয়ন্ত্রণ করা হয়।
বাজারে মধ্যস্থভোগী ব্যাব সায়ীদের কঠোর হস্তে দমনের আহবান জানান তারা। মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য বিবেচনা করে ব্যাবসায়ীদের সর্বোচ্চ মানবিক হওয়ার আহবান জানান বাজারে আশা বিভিন্ন শ্রেণীর ক্রেতারা।