রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ হ্নদয় আহাম্মেদ লিমন সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্র রাশিদুল হত্যা কান্ডের সাথে ঘটনায় জরিত ৩ আসামীকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাত ২ টার দিকে থানা পুলিশ বিশেষ অভিযানে সলঙ্গা থানার নাঙ্গলমোড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ফরিদুল ইসলাম একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম সহ অপর জেলার সদর থানার গাড়দয় গ্রামের আব্দুস সালামের ছেলে হাসেম নবী ওরফে নুরন্নবী কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি রফিকুল ইসলাম জানান রাশিদুল হত্যা মামলার সাথে জরিত ৩ আসামীকে গ্রেফতার পৃর্বক জেলা পিবিআইএর মাধ্যমে হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য গত ১৯ মে রাশিদুল তার ভাইয়ের ব্যবহৃত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলে ৫ দিন পর ২৪ মে বিকালে সলঙ্গার ইছলাদিঘল বাঁশ ঝাড়ের মধ্যে গাছের সাথে বাধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এঘটনায় হত্যা মামলা আসামী জাহিদুল ও লতিফ কে গ্রেফতার পৃর্বক তাদের জবানন্দীতে মঙ্গলবার রাত ২ টার দিকে ৩ আসামী গ্রেফতার করা হয়।