হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সহযোগী অংগ সংগঠনসহ অন্যান্য সংগঠনের যৌথ উদে্যাগে ঐতিহাসিক ৭ মার্চ ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ১৭ মার্চ ও জাতীয় শিশু দিবস এবং ৫১তম মার্স্বাধীনতা দিবস পালন করেছে গত ৩০ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্র্যাজায় ।খবর বাপসনিউজ। “বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না” এই বাস্তবতাকে বুকে ধারন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স’৭১ ইউএসএ-এর সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইনের সভাপতিত্বে এবং শেখ হাসিনা মন্চের সহ-সভাপতি ইন্জিনিয়ার মিজানুল হাসান ও শেখ হাসিনা মন্চের সাধারন সম্পাদক কায়কোবাদ খানের যৌথ সন্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক ছাএনেতা ও আমেরিকার মুলধারা রাজনীতির অন্যতম নেতা নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম ।এতে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স’৭১ ইউএসএ -এর সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,বীর মুক্তিযোদা ও লেখক মকবুল হোসেন তালুকদার,মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, প্রাক্তন ছাএনেতা এবং আওয়ামী নেতা কাজী কয়েস, প্রাক্তন যুবন্নেতা ও আওয়ামী লীগনেতা মিজবাদ আহমেদ,আওয়ামী লীগ নেতা ফরিদ আলম, শেখ হাসিনা মন্চের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিএম জাকির হোসেন হিরু ভূইয়া প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন এবং কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন এবং জাতীয় সংগীত পরিবেশনা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে সন্মান জানিয়ে সভার কাজ শুরু করা হয়। স্বাগত বক্তৃতায় শেখ হাসিনা মন্চের সাধারন সম্পাদক কায়কোবাদ খান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের বিরাজ মান পরিস্তিতি এবং শেখ হাসিনা মন্চের ভূমিকা নিয়ে আলোচনা করে আগত সন্মানিত সদস্যগনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।সুচনা বক্তৃতায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন যুক্তরাষ্ট্রে মুল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত সভার প্রধান অতিথির দৃষ্টি আকর্ষন করে সম্প্রতি জামাত শিবির বিএনপি’র মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সম্পর্কে যে সকল নেতিবাচক কর্মকান্ড শুরু করেছে তার বিরুদ্ধে করণীয় জানতে চান।প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্বাধীনতার স্বপক্ষ শক্তির সকল প্রবাসী বাঙালীদেরকে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি জামাতের ষডযন্ত্র মোকাবেলায় মুলধারার রাজনৈতিক নেতৃবৃদ্ধের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির অনুরোধ জানান। সভায় ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিন,৭ মার্চের ঐতিহাসিক কালজয়ী ভাষন এবং ২৬ মার্চ স্বাধীনতা ঘোষনার বিভিন্ন গুরুত্বপুর্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীরমুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা ডাঃআব্দুল বাতেন, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমেদ, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা কামরুজ্জামান শিকদার, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ ভূইয়া ,বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বীরমুক্তিযোদ্ধা নুর-ই-আযম বাবু, সাবেক ছাএলীগ-যুবলীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা কাজী কয়েস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কার্যকরী কমিটির সন্মানীত সদস্য শরীফ কামরুল আলম হিরা, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মোমতাজ,মহিলা নেএী কবি সালেহা ইসলাম, স্বাধীনতা চেতনা মন্চের সাধারন সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাএলীগ নেতা আকতার হোসেন, প্রাক্তন ছাএ ইউনিয়ন নেতা জাকির হোসেন বাচ্চু, সাবেক ছাএ নেতা সাদেকুল বদরুজ্জামান পান্না,শেখ হাসিনা মন্চের সহ-সভাপতি আবুল কাসেম ভূইয়া, গোপালগন্জ সমিতি’র প্রাক্তন সভাপতি খসরুল আলম প্রমুখ ।সভায় বক্তাগন জামাত শিবির বিএনপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে সকল ষড়যন্ত্র প্রতিহত করে জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ঘোষনা করেন।সভায় জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি হাসান আবদুল্লাহ, নাজনীন সীমন ও বীরমুক্তিযোদ্ধা ও কৃষিবিদ মকবুল তালুকদার।
এতদভিন্ন ভিডিও বার্তায় শেখ হাসিনা মন্চের সহ-সভাপতি টি মোল্লা বাংলাদেশ থেকে সভার সাফল্য কামনা করেন এবং উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে আরো উপস্হিত ছিলেন গোপালগন্জের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সহ- সভাপতি হাসান জিলানী, পঞ্চগড় জেলা ছাত্র লীগের প্রাক্তন নেতা রাহিমুল হুদা প্রধান,বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষক খায়রুল আলম, ঘাতক দালাল নির্মূল কমিটির প্রাক্তন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আল আমীন বাবু, গৌরনদী কলেজের প্রাক্তন ছাত্রলীগ নেতা এম রকিব খান, আবৃত্তিকার জিএইচ আরজু, সিসিলিয়া আরজু এবং মনিরুল ইসলাম, শেখ হাসিনা মন্চের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, শেখ হাসিনা মন্চের সহ-সভাপতি আতাউর রহমান তালুকদার, শেখ হাসিনা মন্চের সহ-সভাপতি উলফত আলী মোল্লা, আবু নকিব খান, উপদেষ্টা শেখ হাসিনা মন্চ, ছাএনেতা নিলয় খান এবং শেখ হাসিনা মন্চের মহিলা সম্পাদিকা শারমিন তালুকদার প্রমুখ।
পরিশেষে সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসাইন বাংলাদেশে চলমান অগ্রগতির ধারা অব্যাহত রাখার স্বার্থে এবং বিএনপি জামাত শিবির রাজাকার সহ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির সর্বশেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে উপস্হিত সকল দেশ প্রেমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন। সভার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিহত জাতীয় চারনেতা, ১৮৫২-এর মহান ভাষা আন্দোলন এবং ১৯৭১-এ মুক্তিযোদসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাঁড়িয়ে একমিনিট কাল নীরবতা পালন করা হয় | সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।