কলমে: সাংবাদিক মাসুম বিল্লাহ তালতলী বরগুনা। মায়া সেতো অদ্ভুত এক অনুভূতি। যার কোন আকার নেই, সীমা নেই সে তো অসীম। যাকে তুমি ধরতে পারবে না, ছুতে পারবে না, দেখতে পারবে না। কিন্তু অনুভব করতে পারবে। সে তোমাকে যন্ত্রণা দেবে, মানসিক অশান্তিতে রাখবে। তোমাকে ভিতর থেকে কুরে , কুরে দুমড়ে মুছরে ভেঙে দেবে। কি অদ্ভুত তাই না? মায়া, দুই অক্ষরের নাম, তবে বিশালতা এতটাই বেশি যে, একটা মানুষের জীবনটাই শেষ করে দেয়। তুমি না পারবে কাউকে বলতে, না পারবে সেটা সহ্য করতে। দিনে দিনে বাড়তেই থাকবে। মায়া তুমি কেন ? এমন অদৃশ্য হয়েও দৃশ্যমান মানুষের জীবনটাকে ক্ষয়ে, ক্ষয়ে শেষ করে দাও? মায়া তুমি ধরাছোঁয়ার বাইরে থেকেও কেন? ছোট মনটাকে আঘাত করে যাও? কি অদ্ভুত তাই না? আমরা তাদের প্রতি মায়া য় আসক্ত হয়ে পড়ি, যাদের আমাদের নিয়ে কোন মাথা ব্যাথা নেই।কোন গুরুত্ব নেই ,কোন আশা নেই স্বপ্ন নেই। আছে শুধু ছলনা, ঘৃণা , বিরক্তি আর দিন শেষে, তার কাছে মজার পাত্র হয়ে থাকা! তবু মায়া একবার কারো প্রতি, জন্মে গেলে সেটা বাড়তেই থাকে। মায়া তুমি কত অদ্ভুত! তোমার কাছে হেরে যায় হাজারো অসহায় হৃদয়ের,করুণা আর্তনাদ, আত্মচিৎকার, আত্ম অহমিকা কি অদ্ভুত তাই না? জীবন সংসারে মায়া , যার শুরুটা খুবই রোমান্টিক, সুন্দর, সবুজ। ভিতরটা রক্তাক্ত , বিষাক্ত, আর শুকনো কাঠের মত , একটু একটু করে শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তুমি মায়া।