সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃমানবতার স্বপ্নঘর এর আয়োজনে প্রবাসী ও পরিচালক সদস্য মোঃ সালাউদ্দীন এর সহযোগীতায় ০৭ ই আগস্ট ২০২২ ইং রোজ রবিবার মীরসরাই উপজেলার সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বাবু বিশ্বজিৎ দে উক্ত কর্মসূচীর শুভ উদ্ভোদন ঘোষণা করেন।বিদ্যালয়ে প্রাত্যহিক সময়বেশ শেষে থ্যালাসেমিয়া সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন মানবতার স্বপ্নঘর এর সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার জাহান প্রিন্স।উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মানবতার স্বপ্নঘর এর সাংগঠনিক সম্পাদক ইসরাত রহমান,অর্থ সম্পাদক বদরুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সহ সংগঠনের সদস্য হাসান হৃদয়,জুলি, তামিম, হৃদয়, সৌরভ প্রমুখ।