মো:রিপন হাওলাদার স্টাফ রিপোর্টার (বেতাগী-বরগুনা) ভারতের বিজিপি নেতী নুপুর শর্মা ও নবীন কুমারকে আমাদের মহামনব মহানবী হযরত (সাঃ) ও হযরত আয়শা (রাঃ) কে নিয়ে কুটুক্তি ও অবমাননা বক্তব্যের প্রতিবাদে বেতাগী সকল ধর্মপ্রান মুসলমান ও বেতাগী সমস্যা ও সমম্ভনা পরিবার থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়শা ( রাঃ) কে অবমাননা প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানিত হয় । আজ শুক্রবার ১০-০৬-২০২২ তারিখে জুম্মাবাদ বেলা দুইটার দিকে বেতাগী বাসস্টান থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বেতাগী উপজেলা পরিষদে পৌছায়। প্রতিবাদের মৃল শ্লোগান ছিলো জুতা মারো তালে তালে নুপুর শর্মার দুই গালে, ভারতের নেতী নুপুুর শর্মার অতিদ্রুত ফাসি চান, এবং ভারতের সকল পন্য বয়কট করার অহ্বায়ন জানান । মানবন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা বলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব,যার শান ও মান আকাশচুম্বী, যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ,স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন।তাঁর এমন মহান চরিত্রের উপর অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের প্রাণ ও ঈমান,অনতিবিলম্বে এর উপযুক্ত প্রতিক্রিয়া না আসলে আরও তীব্র বিক্ষোভ কর্মসূচির ডাক আসবে বলে বক্তারা আশ্বস্ত করেছেন,এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ জন্য আহবান করেন।