নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ ভারতে ক্ষমতাসিন বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শার্শা জামতলার সামটা টেংরা গ্রামবাসী ও বিভিন্ন স্থান থেকে আগত তৌহিদী জনতা। ১২ই জুন রবিবার বিকালে আসর নামাজের পরে জামতলা জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়।বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি জামতলা চার রাস্তার মোড় সমবেত হয়।ঘন্টাব্যাপী কর্মসূচিতে কটূক্তিকারী বিজেপির দুই নেতা সমর্থকদের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঠিকানা টিভির পরিচালক কবির বীন সামাদ,হাফিজুর রহমান,হাবিবুর রহমান,ছাত্রলীগ নেতা গাজী মুস্তাফিজুর রহমান শুভ,জামাল,রাসেল,জাকির,বিপ্লব,সাইফুল ইসলাম সহ সামটা,টেংরা গ্রামবাসী ও বিভিন্ন স্থান থেকে আগত তৌহিদী জতনা। বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন মুসলমানদের ধর্মিয় অনুভূতিতে আঘাত করা ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক বক্তব্য ও রাজনিতি সবার জন্য বিপদজনক।সমাবেশে বক্তরা ভারত সরকারের প্রতি ধর্মীয় সম্প্রীতির আহবান করেন ও মহানবীকে কটূক্তি করা দুই নেতার শাস্তির আবেদন করেন।