পহেলা ফালগুন , বসন্তের শুভেচ্ছা সহ সবার মাঝে মানবিক ভালোবাসা হোক জাগ্রত এই শীরনামে ১৪ ফেব্রুয়ারি সোমবার ,
ভালোবাসা দিবসে। ইউকেবিডিটিভির প্রিয়মুখ অনুষ্ঠান গুণী শিল্পীদের পদচারণায় ছিলো মুখরিত ছিল।শুরু থেকে শেষ অবধি হয়েছে সফলভাবে সম্পন্ন, ছিলো কিছু কথা, কিছু গান, কবিতা,ও গল্পে ভালোবাসার অনুভূতি, প্রকাশ।খবর বাপসনিউজ।
ইউকেবিডি টিভির পোগ্রাম ডিরেক্টর ও প্রিয়মুখ অনুষ্ঠানের উপস্থাপক হেলেন ইসলাম এর উপস্থাপনায় প্রাণবন্ত এই অনুষ্ঠানে দর্শক-স্রোতাদের মাতিয়ে তুলেন জনপ্রিয় শিল্পী শমিত বড়ুয়া, এবং প্রেজেন্টার ও আবৃত্তি শিল্পী রাবেয়া হোসেইন।
এখানে উল্লেখ্য যে, ভালবাসা আমাদের জীবনকে সুখ এবং আনন্দে পূর্ণ করে তোলে। যখন আমরা প্রেমে পড়ি তখন আমাদের কাছে সবকিছু সুন্দর মনে হয়। ভালোবাসা হল সেই আবেগ যা আমাদের বিশ্বকে ইতিবাচক এবং চিরতরে তাজা করার ক্ষমতা রাখে। ভালবাসা একটি শক্তিশালী ইতিবাচক মানসিক এবং মানসিক অবস্থা যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে। ভালোবাসার এই অনুভূতি বা আবেগ বিক্রি বা কেনা যাবে না; এটি কেবল একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে যেতে পারে।ভালবাসা এমন একটি জিনিস যা গভীর ব্যক্তিক স্নেহ ধারণ করে এবং একে অপরের যত্ন করে।
১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডে। এ দিনটিকে বিশ্ব ব্যাপী ভালবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালবাসা জানায়। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুবই ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালবাসার মানুষদের দ্বারা পরিপূর্ণ থাকে। ভালবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। বিশ্ব ভালোবাসা দিবসে এখন থেকে কয়েক বছর আগ পর্যন্তও বিশ্ব ব্যাপী ঘটা করে পালন করা হতো না।
এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে এই দিবসটি বিশ্বব্যাপী দেশে দেশে আনন্দঘন পরিবেশে পালন করা হয়।