মোঃ আকতার আলী ( মিলন) ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ভারতীয় বিজেপির নেতা কর্তৃক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ” সম্মিলিত নবী প্রেমিক মুসল্লীবৃন্দ “নামক ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে নবী প্রেমিক জনতা – হয়রত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রীর শানে অবমাননার তীব্র প্রতিবাদ জানানো হয় । সমাবেশে বক্তারা বলেন , ভারতে বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী (সাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তার দৃষ্টান্তমূলক শান্তির দাবী করেন । প্রসঙ্গত ,সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)ও তার স্ত্রী আয়েশা (রাঃ) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা । পরে একই বিষয়ে পোষ্ট দেন নাভিন কুমার জিন্দাল । এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোপের সৃষ্টি হয়েছে ।