বেলী প্লাস্টিক কোম্পানি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভানোর প্রক্রিয়া শমিকের।
Reporter Name
/ ১২৩৬
Time View
Update :
শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৩:৪৯ পূর্বাহ্ণ
Share
মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার। ঢাকা জেলা হাইওয়ে রাস্তা সংলগ্ন রাজফুলবাড়ীয়া বাসস্টান্ড এলাকায় বেলী প্লাস্টিক কোম্পানি তে আগুন লাগলে নিভানোর কি প্রক্রিয়া জানতে ফায়ার সার্ভিসের ইউনিট এর মাধ্যমে কার্যক্রম শুরু করে রাত ৮.৩০ মিনিটে। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শমিকের ডিউটি চলতো। ঐ দিন দুপুর ২ টার পরে কোম্পানির ম্যানেজার রফিক সাহেব কোম্পানির সকল শ্রমিক অফিস ছুটির পরে অফিসের গেটে অবস্থান করার জন্য। অফিস ছুটির পরে সকল শ্রমিক উপস্থিত হয় ও উপস্থিত হয় ফায়ার সার্ভিসের ইউনিট এর কর্মীরা বেলী প্লাস্টিক কোম্পানি তে আগুন নিভানোর প্রক্রিয়া কার্যক্রম শুরু করে সকল শমিককে সাথে নিয়ে অফিসের সামনে আগুন লাগায় ও পরবর্তীতে কিভাবে শ্রমিক আগুন নিভাতে পারবে সেই বিসয় গুলো বিস্তারিত বলেন ফায়ার সার্ভিসের ফাইটাররা। তারা উপস্থাপন করে আগুন নিভানোর বিসয়ে প্রতিটা পদক্ষেপ নিতে পারবে শ্রমিকরা সে বিসয় গুলো জানান। প্রথমে শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পরবর্তী তে এক এক করে শ্রমিকদের মধ্যে পুরুষ ও নারীদের দিয়ে আগুন নিভানোর প্রক্রিয়া সম্পূর্ণ করেন ফায়ার সার্ভিসের ইউনিট সাভার। এই কোম্পানি তে মোট ১০০০ শ্রমিক চাকুরী করেন নারী ও পুরুষ একএে। প্রতিটা কোম্পানি তে আগুন লাগে তখন শ্রমিক বিভিন্ন ভাবে পালানোর চেষ্টা করার সুযোগ খোজে। অনেক সময় যাদের বের হতে না পারে তখন অনেক শ্রমিক খতিগ্রস্থ হয়ে থাকে। সব কিছু তে শ্রমিক ও কোম্পানির খয় খতি বিবেচনা করে এই পদ্ধতি সিদ্ধান্ত নেয় বেলী প্লাস্টিক কোম্পানি লিমিটেড এর এম ডি। কোম্পানি কে বাচাতে হলে শ্রমিক দরকার ও শ্রমিক কে বাচাতে হলে আগুন নিভানোর প্রক্রিয়া শ্রমিকের জানা দরকার জানান ফায়ার সার্ভিসের ইউনিট এর কর্মকর্তারা। তারা বলেন প্রতিটা কোম্পানি তে এই প্রক্রিয়া পরিচালনা করা দরকার। তাহলে শিল্প কারখানায় তৈরি তে খতি না হওয়ার সম্ভাবনা কম থাকবে জানান ফায়ার সার্ভিসের ইউনিট সাভার কর্মকর্তা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।