মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইটের সামনে বেপোরোয়া গতিতে গাড়ী চালানোয় সড়ক দুর্ঘটনায় মোঃ আল আমিন (৩৭) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গত কাল সোমবার ১৬ মে দুপুর পৌনে ১টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে ভাসমান সবজি বিক্রিতারা জানান। নিহত আল-আমিন(৩৭) ইপিজেডের তালতলাস্থ মোঃ সুলতান আহম্মেদের ছেলে। এই ব্যাপারে নিকটস্থ ইপিজেড থানার ওসি এম. কবিরুল ইসলাম সংবাদ মাধ্যম কে বলেন, নিহত আল-আমিন একজন ভ্যান চালক। তিনি ঘটনার সময় রিক্সাভ্যানে গ্যাস সিলিন্ডার বোতল আনা-নেওয়া কর ছিলেন। আজ সোমবার দুপুরে গ্যাস সিলিন্ডার আনা-নেওয়ার সময় দুপুরে পতেঙ্গা থেকে শহরগামী লরির চাপায় নেভী হাসপাতাল গেট এলাকায় প্রাণ হারান। নিহতের লাশ উদ্ধার করে চমেকে মর্গে পাঠায় আর লরি গাড়ীটি আটক করা হয়েছে। তবে চালক- হেলপার কে পাওয়া যায়নি। ছবি ও তথ্য,,, সংগৃহীত