যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২০পিস স্বর্ণেরবারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোটথানাধীন বালুন্ড গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) বেনাপোল পোটথানাধীন পুটখালী গ্রামের আজিজুল রহমানের ছেলে হাফিজুর রহমান( ২৮)।
সোমবার (১৪ ফ্রেরুয়ারী) সকালে বিজিবি জানায় বেনাপোল পোটথানাধীন বালুন্ড কেষ্ঠপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩.৮৯১ কেজি (৩৩৩.৫৯০ ভরি) ওজনের ২০টি সোনার বার, ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল এবং নগদ ৬,৩৯০ টাকাসহ দুই পাচারকারীকে আটক করে।
আটককৃত ২০টি সোনার বার এবং অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য-২,৪৯,৫১,০৯০ (দুই কোটি উনপঞ্চাশ লক্ষ একান্ন হাজার নব্বই টাকা)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।