বেনাপোল সীমান্ত থেকে আহত অবস্থায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে গ্রামবাসী।
মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত ৭ টার সময় বেনাপোল পোর্ট থানার নামাজগ্রাম বাওড়কান্দা থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আলমগীর করির জানান, বাওড় পাড়ে নিজ বাড়ির উঠানে রাতে দুটি বাচ্চা খেলা করছিল। এমন সময় বাঘটি সেখানে গেলে বাচ্চা দুটি চিৎকার করতে থাকে। পরে, গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে, সেখানে ছুটে গিয়ে বাঘটিকে ধাওয়া করে ধরে ফেলে। এতে বাঘটি কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানান তিনি।
বাঘটি উদ্ধারের পরে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাঘটিকে নিয়ে যায় বলে জানান গ্রামবাসী।