কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ আপনার সকল প্রয়োজনে, আমরা আছি আপনার পাশে, এই স্লোগানে, যশোরের বেনাপোল পৌরসভার নামাজ গ্রামের কৃতী সন্তান আবারও যথা সময়ে অসহায় গরীবের মুখে একটু হাসি ফোঁটাতে ঈদ উপহার নিয়ে এগিয়ে এসেছেন। বিশিষ্ট সি এন্ড এফ ব্যবসায়ী,ও তরুন সমাজ সেবক, যুবলীগ নেতা, কে. বি গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান (বাবলু ) মঙ্গলবার (২৬ শে এপ্রিল ) ২৪ রমজান সকাল ১০ টার সময় আসন্ন ঈদুল ফিতরের আনন্দ সকলেই মিলে মিশে পালনের জন্য বেনাপোল নামাজ গ্রাম,বাওড় কান্দা,ও সাদীপুর, অসহায় দিনমজুর মানুষের মাঝে ৮০০ শত জন নারী পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গী,ও থ্রি- পিস ঈদ উপহার বিতরণ করেন, মানবতা কাকে বলে আবারও প্রমাণ করে দিলেন। কামরুজ্জামান বাবু বলেন , আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা কথায় আছে পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি গরীব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে সুখের কাছে যেতে পেরেছে যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে সেবা করা সবচেয়ে বড় আনন্দ খুজে পাই। কথাগুলো বললেন, কে বি গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান (বাবলু ) এ সময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।