বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলার পলাতক আট আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) বেনাপোল থানাধীন বিভিন্ন জায়গায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীরা হলেন, বেনাপোল ভবারবেড় গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে মো. রনি, একই গ্রামের তাহের আলীর ছেলে টুটুল শেখ, দক্ষিণ বারোপোতা গ্রামের মৃত মহর আলীর ছেলে মুকুল হোসেন, গাজিপুর গ্রামের আবুল খায়ের এর ছেলে মেহেদী হাসান, কাগজপুকুর গ্রামের তোফাজ্জেল এর ছেলে মো. আব্দুল্লাহ আল-মামুন, বোয়ালিয়া গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মো. ইদ্রিস আলী, কাগজপুকুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে মো. মফিজুর, কাগমারী গ্রামের শিহাব উদ্দিনের ছেলে মো.বিল্লাল হোসেন। আট আসামী গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ৫০০ গ্রাম গাঁজা ও একজন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আট আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে