মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৩০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বড় আঁচড়া গ্রামের নুর মোহম্মাদ এর ছেলে মো. জিয়াউর রহমান জিয়া (৩৭) ও ছোট আঁচড়া গ্রামের শফিক গাজীর ছেলে মনা (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়আঁচড়া এমপির মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ জিয়াউর রহমান জিয়া ও ছোটআঁচড়া রেল স্টেশনের আসলাম খাবার হোটেলের সামনে থেকে ৩০১পিচ ইয়াবা সহ মনা কে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুটি পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।