যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯জন পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আটক ৯জন পলাতক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল বারপোতা গ্রামের মোঃ রাসেল, আনোয়ার হোসেন, আব্দুল কুরবান আলী, মোঃ মহিদুল ইসলাম, মোঃ এনামুল হাসান, মোঃ রহমত আলী, মোঃ আবুল বাশার, মোঃ সফিকুল ইসলাম বুড়ো, মোঃ নাজিম উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, ‘মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পলাতক ছিল। এধরনের অভিযান অব্যাহত আছে।