বেনাপোলে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মোছাঃ মুন্নি আক্তার (১৮) নামের এক গৃহবধূ। নিহতের মরদেহটি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মুন্নি আক্তার বেনাপোল পাটবাড়ি গ্রামের মো. সাজ্জাদুল ইসলামের স্ত্রী।
রোববার (১৩ জানুয়ারি) বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে বেনাপোল পাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলছে মুন্নি। তখন স্থানীয়রা মুন্নিয়াকে নামিয়ে বিছানায় রাখে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।