বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

Reporter Name / ১৪৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ২:২৪ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃসম্প্রতি গাঁটছড়া বাঁধলেন হলিউড তারকা জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। আমেরিকার লাস ভেগাসে বিয়ে করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মিসেস লোপেজ নিজেই।জেনিফার তার পারসোনাল ওয়েবসাইটে লিখেছেন, “আমরা এটা করেছি। ভালবাসা সুন্দর এবং সদয়। বিশ বছরের ধৈর্য্যের ফল পেয়েছি।জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক তাদের প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। শনিবার (১৬ জুলাই) বিয়ে করেন তারা। বিয়ের পর নাম পরিবর্তন করে জেনিফার অ্যাফ্লেক রাখার কথাও রয়েছে।৫২ বছর বয়সী জেনিফার গত ২০ বছর ধরে ৪৯ বছর বয়সী বেনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। দুজনের বিয়ে হলো লাস ভেগাসে।যদিও ২০ বছর তাদের একটানা প্রেম ছিল না৷ মাঝখানে দীর্ঘ সময় ছিল বিচ্ছেদ৷ গত বছর ফের সম্পর্ক ফেরেন তারা। শুধু তাই নয়, বিয়ের পর নিজের পদবী বদলে ফেলেছেন JLo৷ জেনিফার লোপেজ থেকে তিনি হয়েছেন জেনিফার অ্যাফ্লেক। ২০০২ সালে বাগদান হয় তাদের, আবার প্রায় এক বছর পরে বাগদান বাতিল করেন তাঁরা।এর আগে গত এপ্রিলে বাগদানের ঘোষণা দিয়েছিলেন জেনিফার লোপেজ। জুলাইয়ে এসে বিয়ের ঘোষণা দিলেন ‘বেনিফার’ খ্যাত এই জুটি। বেনের আগে জেনিফার লোপেজ তিনবার বিয়ে করেছেন। গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে জেনিফার লোপেজের ১৪ বছর বয়সী যমজ সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST