ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বিশ্বনবী হযরত মোহাম্মদ( সাঃ)কে কটুক্তির প্রতিবাদে মানব বন্ধন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নবীপ্রেমী শিক্ষার্থী’রা। আজ রবিবার দুপুরে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে বক্তারা,মুসলমান দের প্রাণের চেয়ে প্রিয় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দুই দ্বায়িত্বশীল নেতা নুপুন শর্মা ও নবীন কুমার জিন্দালের শাস্থির দাবি জানান।তাঁরা এই দুই কুলাঙ্গার নুপুন শর্মা ও নবীনকুমার জিন্দালে ফাঁসি চান ও বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা বিল পাস করার অনুরোধ ও ভারতীয় পন্য বর্জন করার অঙ্গীকার ও আহবান জানান। মানববন্ধনে হামদর্দ বিশ্ব বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেরাজ হোসেন (সি এস সি),আফরান নাফি(১৭ ব্যাচ-বিবিএ),মো:নীল চৌধুরী (১৬) ইংলিশ,মেহেদি হাসান আহাদ(১৬),সিফাত আদনান ইউনানী, নাজমুস সাকিব শাওন ইউনানী,শাহীন আলম, আল-আমিন,(৪র্থ ব্যাচ) ইউনানি,মোশাররফ হোসেন (ইংরেজি) ব্যাচ ২১,মেহরাজ( সি এস ই) প্রমুখ।