বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সম্বলিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে কৃষি যন্ত্র হারভেস্টার মেশিন ও চাবী হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই হারভেস্টার মেশিন চাবী হস্তান্তর করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,উপজেলা কৃষি কর্তকর্তা নিকছন চন্দ্র পাল, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।