বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা, দোয়া মাহফিল, নগদ অর্থ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বিরামপুর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, মৎস কর্মকর্তা কাওসার হোসেন, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিনাইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্বা হাবিবুর রহমান, উপজেলা আ’ লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার ও মোশফিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝ সেলাই মেশিন বিতরণ এবং নগদ অর্থ প্রদান করা হয়।