দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন দিনাজপুরের বিরামপুর নব-নির্বাচিত স্ট্যান্ড কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪মার্চ) বিকাল সাড়ে ৩টার সময় বিরামপুর কার ও মাইক্রো বাসস্ট্যান্ডে নব-নির্বাচিত স্ট্যান্ড কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিরামপুর স্ট্যান্ড কমিটির আয়োজনে বিরামপুর স্ট্যান্ড কমিটির ১১৬৭ নব-নির্বাচিত কমিটি শপথ গ্রহণ ও দায়িত্বভার অনুষ্ঠানে রংপুর অঞ্চলের সহ-সম্পাদক ও দিনাজপুর জেলার মোটর পরিবহন ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বিরামপুর স্ট্যান্ড কমিটির নব-নির্বাচিত সভাপতি বাবুল হোসেন বাবুল্লা ও সাধারণ সম্পাদক মুকুল সরকারসহ সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
অনুৃষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন, সহ- সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঢাকা, রংপুর অঞ্চলের সভাপতি দিনাজপুর জেলার মোটর পরিবহন ১১৬৭ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা ও সাধারণ সম্পাদক মুকুল সরকার বক্তব্য রাখেন।
এসময় দিনাজপুর জেলা থেকে আগত অতিথিবৃন্দ, নব-নির্বাচিত সদস্যবৃন্দ, সুধীজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।