মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ব্রাক্ষনবাড়িয়া, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর,২০২২: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল ফোরাম কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি ফয়সাল খানের সভাপতিত্বে ১৪ দফা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ভোটাভোটির মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে সিএনএন টিভির আশিকুর রহমানকে সভাপতি একাত্তর টেলিভিশনের বাহারুল ইসলাম সম্পাদক বিজয়ী হন। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে জহিরুল হক দৈনিক সমাচার, মোল্লা নাছির আহম্মেদ ভোরের চেতনা ও পলাশ মিয়া গণ মানুষের আওয়াজ। যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া আলোকিত সকাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত দৈনিক পরিবার সহ-সাংগঠনিক সম্পাদক ইমান আলী আশ্রাফ টিভি, দপ্তর সম্পাদক সুমন চক্রবর্তী ভোরের ডাক, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন দৈনিক দেশজনতা, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন বাঞ্ছারামপুর বার্তা, মহিলা বিষয় সম্পাদক সালমা আহমেদ খোলা কাগজ, ধর্ম বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ বিপ্লবী বাংলাদেশ, আইন বিষয়ক সম্পাদক রিপন মিয়া দৈনিক দেশসেবা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সিটিজি ক্রাইম, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহাবুব রহমান বাবু টাইমস বাংলাদেশ ও চ্যনেল সিক্স, অর্থ বিষয়ক সম্পাদক শামিম আহমেদ ভোরের সময়। নির্বাহী সদস্যরা হলেন সাবেক সভাপতি ফয়সাল আহমেদ খান, আমাদের অর্থনীতি, আসাদুজ্জামান হক দৈনিক মাতৃভূমি, নাছির উদ্দীন দৈনিক যায়যায়কাল, আমির হোসেন বাঞ্চারামপুর বার্তা, দিলিপ কুমার দৈনিক সবুজ বাংলা,জোনায়েদ আহমেদ তিতাস দৈনিক ভোরের পাতা, নবাব আগা শামীম দৈনিক দিনকাল। সংগঠনের ১৪ দফা দাবি আদায়ে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতিবদ্ধ হন। আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাংগ কমিটি কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করা হবে সূত্র নিশ্চিত করে।