নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএস এফ)এর ৫ম জাতীয় কাউন্সিল -২০২২ উপলক্ষ্যে সাধারণ সভা ১৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় পুরানা পল্টনস্হ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও ভার্চুয়ালে সংগঠনের সারাদেশের যুক্ত সাংবাদিকদের অংশগ্রহণে জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আহমেদ আবু জাফরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন,প্রফেসর মেজর (অবঃ)ডঃনাজমুল আহসান কলিমুল্লাহ,চেয়ারম্যান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ(জানিপপ)।
কাউন্সিল উপলক্ষ্যে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আহমেদ আবু জাফরকে চেয়ারম্যান মনোনীত করা হয়। নির্বাহী কমিটিতে আলহাজ্ব সোহেল আহমেদ কে সভাপতি করে ১৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদগুলো পরিচিতি সভায় ঘোষণা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সাধারণ সভায় উপস্থিত ও ভার্চুয়ালে যুক্ত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হলেন আলম পলাশ,মোফাজ্জল হোসেন,রতন সরকার, আজহারুল হক, শাহ আলম শাহী,আলহাজ্ব আব্দুস সালাম, দুলাল সাহা,সাইদুর রহমান বাবুল,জিয়াউদ্দিন তাওহীদ,জাকারিয়া সোহাগ,জসিম উদ্দিন চাষী। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোঃ শিবলী সাদিক খান,আবুল খায়ের খান,মোশাররফ হোসেন নীলু,ইকবাল হোসেন,মিজানুর রশীদ মিজান,এস এম সোহেল রানা,মানিক ভূইয়া, হারুন অর রশীদ। যুগ্ম-সম্পাদক নান্টু লাল দাস,রেজা নওফল হায়দার, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, বেলায়েত হোসেন বাচ্চু,এস এম জীবন,মাহবুব আলম চৌধুরী, আব্দুল হামিদ খান,মিজানুর রহমান,সহসম্পাদক আরমান খান জয়,সীমা খন্দকার,ইমন আরজু,সৈয়দ খায়রুল আলম,আমেনা ইসলাম,মোনালিসা মৌ,এস এম আকাশ,মাসুম তালুকদার, সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা,হাসনাত তুহিন,এস এম মহিউদ্দিন, শিরিন আফরোজ, ফরিদুল মোস্তফা, বি এম খোরশেদ,মোঃ আলমগীর হোসাইন,কবীর নেওয়াজ,নূর আলম সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, মাসুদ রানা,কে এম রুবেল,ইসমাঈল হোসেন টিটু,কাজী আয়েশা ফারজানা,বেলাল তালুকদার, এস এম আবুল কালাম,মোঃ শহীদুল্লাহ, শওকত জামান,ফারুক মোল্লা, ডা.সবুজ খান,গাউছ-উর -রহমান।উপ -প্রচার সম্পাদক রাকিবুল হাসান আহাদ,নুসরাত চৌধুরী, সোহেল রানা, ইমাম হোসেন বিমান,রেজাউল করিম,ফয়েজ আহমেদ,শাহিন আক্তার,তানভীর হাসান তনু,মোসাদ্দেক হাওলাদার,শহিদুল ইসলাম, সুজন মাহমুদ, রুবাইত হাসান।আন্তর্জাতিক সম্পাদক এম ডি রিয়াজ হোসেন,স্বপন মজুমদার, সামসুর রহমান সোহেল,মানবাধিকার বিষয়ক সম্পাদক আরিফুল মাসুম,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজ সরদার,এসপি সেবু।প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সাজু,শাহীন আলম,প্রযুক্তি ও আইটি সম্পাদক তাওহীদ হাসান, হাসানুর রহমান সুমন,মাজনুন মাসুদ,ইব্রাহীম শরীফ মুন্না, শিহাব মাহমুদ, জলবায়ু সম্পাদক সোহানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, নারী সম্পাদক সানজিদা আক্তার, আসমা আক্তার, মাসুমা জাহানমেঘা, মাসুরা টুনি,শরিফা বেগম শিউলি,সায়মা আক্তার শাওন,নাহিদা আক্তার পপি,শিউলি আক্তার,জোৎস্না আক্তার মিশু,শিশু বিষয়ক সম্পাদক সুস্মিতা আহমেদ জেরিন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.জাহিদুল বারী, এম বি বিএস,ডা. মাহতাব হোসেন।সংস্কৃতি বিষয়ক সম্পাদক নায়ক যুবরাজ খান,সোনিয়া সরকার,নাসিমা খন্দকার, অডিও -ভিডিও প্রযুক্তি সম্পাদক মাহবুবুল আলম হীরু,আপ্যায়ন সম্পাদক আলী হোসেন,ট্রাস্টি সদস্য মাইনুল হাসান,পিনাকী দাস,মোঃ মাসুম বিল্লাহ, মোঃ রফিকুল ইসলাম মিরপুরী,মোঃ আমজাদ হোসেন,মোহাম্মদ আলী সীমান্ত, নির্বাহী সদস্য কাজী নোমান,আহসান হাবীব সোহাগ,আবুল কালাম আজাদ,মাহমুদ হাসান টিপু,আবুবকর সিদ্দিক, নাজিম উদ্দীন, নুরুল ইসলাম বাদশা,রিয়াজ হোসেন,হাসিবুর রহমান রিজু,আব্দুল গনি,রোকন উদ্দিন লস্কর,কৌশিক আহমেদ,মিজানুর রহমান আকন্দ, আনোয়ার শাহাদাত জাহাঙ্গীর, মোহাম্মদ দেলোয়ার ইবনে হোসেন, কবির হোসেন, আরিফ হোসেন,আরজুর বাবলা, আবিদ উদ্দিন,শাহজালাল ভূইয়া উজ্জ্বল, শামীম তালুকদার, আব্দুল বাতেন বাচ্চু, কে এস কে রাশেদুল সিদ্দিক,এ বি এম মামুন,মাহমুদ আইয়ূব খান,মোহাম্মদ হোসেন,খোরশেদ আলম সাগর,আফজাল খান শিমুল,বুলেট আকন,এসকে রন্জন,কাজী আবুল কালাম আজাদ,বাদল বেপারী,হারুন আর রশীদ,মোঃ গোলাম মোস্তফা, আঁখি আক্তার, শামীম আহমেদ তালুকদার, মন্জুর মোর্শেদ, রোকসানা সিদ্দিকী, মাহবুব আলম,সুজন মাহমুদ,অমরেশ দত্ত জয়,ইন্জিনিয়ার হাফিজুর রহমান, এম এ সাঈদ খান,দিদারুল আলম,শাহিন আক্তার,আফতাব হোসেন,সুমন খান,আবু জাফর সোহেল রানা,মিজান মহসিন,শরিফ চৌধুরী, রহিম রানা,শাহজাদা বেলাল,সাদ্দাম হোসেন গনি,জুবায়ের শুভ্র, মাহমুদুন নবী,খোরশেদ আলম,উত্তাল মাহমুদ, খন্দকার শাহীন,আব্দুল ওয়াদুদ,আশরাফ আহমেদ,সৈয়দা ইয়াসমিন হক জেসি, মবিনুল ইসলাম,এস এম ফয়েজ,আফছার উদ্দিন মৃধা,শরিফ ইকবাল রাসেল,মোস্তাফিজুর রহমান মোস্তাক,আশিকুর রহমান,খন্দকার শামসুল আলম,আমির হোসেন,আদিত্য জাহিদ,মাসুদ রানা,শিমুল চৌধুরী, ইসমাঈল হোসেন বিপ্লব,মফিজুর রহমান,খোরশেদ আলম।
এছাড়াও স্হায়ী কমিটিতে সংগঠনের সাবেক ৪৫ জন সদস্যকে স্হান দেয়া হয়েছে। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব, আজীবন সদস্য পর্যায়ক্রমে নেয়া হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিএমএসএফ সারাদেশে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবী আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আগামী ২৮ মার্চ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের নবগঠিত পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।