মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি : “করবো খামার গড়বো দেশ, বেকার মুক্ত বাংলাদেশ” এই স্লোগান নিয়ে ২০২২ সালের ২৫ জানুয়ারিতে কয়েকটি সদস্য নিয়ে পথচলা শুরু সৌখিন প্রাণী উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্ম গ্রুপ সৌখিন খামারি এসোসিয়েশন বাংলাদেশ (SKAB) বর্তমানে ৮৬হাজারের বেশি সদস্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পিছনে একজনের পরিশ্রম এবং অনলাইন প্লাটফর্মে যার অনেক অবদান রয়েছে তিনি হলেন SKAB এর প্রতিষ্ঠাতা”সিয়াম মুহাম্মদ”। SKAB এর লক্ষ্য বেকারদের জন্য কর্মসংস্থান গড়ে তোলা এবং সারা বাংলাদেশের খামারিদেরকে সহযোগিতা করা পাশাপাশি ৬৪ জেলাতে মেসেঞ্জার টিম গঠন করা হয়েছে যেখানে সাপ্তাহিক ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে মানস্মমত প্রাণির জাত, খামার ব্যাবস্থাপনা, রোগ বালাই ও চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে করে একজন বেকার,স্কুল ছাত্র,ব্যাবসায়ী সঠিক ভাবে খামার গড়ে স্বাবলম্বি হতে পারে। অনলাইন প্রতারক মুক্ত করতে SKAB কাজ করে যাচ্ছে জিরো টলারেন্সে, যার কৌশন হিসাবে SKAB সৎ খামারিদের সেলার কোড প্রদান করে থাকে। এই কার্যক্রম কে উন্নত করতে সিয়াম মুহাম্মদ এস কে এ বি ফাউন্ডেশন গড়ে তুলেছেন। যার মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলার ক্ষতিগ্রস্থ খামারিদের সহযোগিতা করা হয়, সেই সাথে গরীব,অসহায়দের মাঝে খাবার,শীতকালীন কম্বল বিতরন, বন্যার্থদের পাশে দাঁড়ানো, প্রতিবন্ধিদের সহযোগিতা করা হয়ে থাকে। SKAB এর কার্যক্রমের ধারাবাহিকতায় শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) “সৌখিন খামারি এসোসিয়েশন বাংলাদেশ (SKAB) এর বগুড়া জেলা টিমের আয়োজনে সৌখিন খামারি মিলনমেলা- ২০২৫ অনুষ্ঠিত হয়। মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলার সৌখিন খামারি এসোসিয়েশন বাংলাদেশ (SKAB) ফাউন্ডেশনের দায়িত্ব প্রাপ্ত সদস্যবৃন্দ ও অতিথি বৃন্দ। *আবু তাহের সৌরভ- সাধারন সম্পাদক *মশিউর রহমান ফরহাদ- সহ সাধারন সম্পাদক ও ম্যানেজমেন্ট টিম *ফিরোজ আহমেদ- সহ অর্থ সম্পাদক ও ম্যানেজমেন্ট টিম *ওবায়দুল আলম- সহ দপ্তর সম্পাদক *আহসান কবির- দপ্তর সম্পাদক ও ম্যানেজমেন্ট টিম *মাসুদ রানা- সহ সাংগঠনিক সম্পাদক। *ফয়সাল জোবায়ের- গ্রুপ মডারেটর ও ম্যানেজমেন্ট টিম *মমিনুল ইসলাম- গ্রুপ মডারেটর বিশেষ অতিথি হিসাবে ছিলেন সিনিয়র খামারিগন আতাউস সামাদ রাহুল, রায়হানুল কবির, রফিকুল ইসলাম সবুজ ও সফল যুব খামারি সাজ্জাদুল আপন। স্পন্সর হিসাবে ছিলেন সৃজন এগ্রো ফার্ম ও খান্দার ক্যাটল রেঞ্জ এর স্বত্বাধিকারী জাবেদ মোঃ ওয়াকিব সুমন। আরো ছিলেন বগুড়া জেলার প্রতিনিধিগন- আতিকুর রহমান, লিখন সরকার ও জোবায়েদ আল জিহাদ। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, ফারুক সরকার, রুবেল ইসলাম, দুলাল মন্ডল, ফেরদৌস আলম,রাফি, হানিফ, আবু তাহের, সিয়াম আহমেদ, মজনু, রেজাউল, শাকিল , মেহেদী, বিদ্যুৎ,সাহেদ, কামাল,আব্দুল কাদের,সোহাগ,রনি ,আইয়ুব,শাহাদাত,আসিক,সুইট, জিসান,ওমর ফারুক, ইমরান, রঞ্জু,আবির , সাব্বির, গোলাম, আকাশ শেখ, আমিনুল,সিহাব, শাহিন আলম, আব্দুল বারেক, স্বার্বিক সহযোগিতায় ছিলেন, বগুড়া জেলা টিমের সকল সদস্য বৃন্দ।