মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)থেকে; দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৫বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও একটি দেড়শ সিসি এপাচি মোটর সাইকেল সহ মোক্তারুল ইসলাম( ৩৫) নামে এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত রোববার (১৭ই জুলাই) রাত সাড়ে ১০টায় পৌর শহরের বটতলা মোড় থেকে মাদক সহ তাকে আটক করা হয়। আটক মোক্তারুল ইসলাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুশলপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। স্থানীয় ও মামলা সুত্রে জানা গেছে, মাদক চোরাচালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বটতলা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫বোতল ফেন্সিডিল, একটি দেড়শ সিসি এপাচি মোটরসাইকেল সহ মোক্তারুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। এঘটনায় রবিবার দিবাগত রাত ১২টায় উপ-পুলিশ পরিদর্শক এসআই আরিফুজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপোন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে মামলা দায়ের করা হয়। সোমবার সকালে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।